Toxin। টক্সিন...
টক্সিন- টক্সিন অর্থ বিষ। মানব দেহে যে টক্সিন থাকে সেগুলো আসলে ক্ষতিকারক বা বিষাক্ত কোন পদার্থ। এগুলো বাহিরের পরিবেশ থেকে আমাদের শরীরে প্রবেশ করে। বিভিন্ন ভাবে মানব দেহে টক্সিন প্রবেশ করতে পারে। যেমনঃ
১. খাবারের মাধ্যমে
২. শ্বাস প্রশ্বাস এর মাধ্যমে বিভিন্ন ভারী ধাতু গ্রহন করলে
৩. ধুমপান বা মদ্যপানের মাধ্যমে
৪. কলকারখানা বা গাড়ির জ¦ালানি ধোয়ার মাধ্যমে
৫. রেডিয়েশনের মাধ্যমে
৬. কীটনাশক ব্যবহার করা ফলমূল বা শাক সবজি খেলে।
এসব টক্সিন পদার্থ আমাদের শরীরে থাকলে এর বিভিন্ন পাশর্^ প্রতিক্রিয়া দেখা দেয়। যার ফলে স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। মানব শরীর থেকে টক্সিন বের করে ফেলার প্রক্রিয়াকে বলে ডিটক্সিসিফিকেশন। টক্সিন পদার্থ থাকে মূলত রক্তে তাই ডিটক্সিফিকেশন এর অর্থ রক্ত পরিস্কার করা। রক্ত থেকে দুষিত পদার্থ দুর করার মাধ্যমে এটি করা হয়। কিডনি, অন্ত্র, ফুসফুস এবং ত্বকের মাধ্যমেও আমাদের শরীর বিষাক্ততা দুর করে। কিন্তু যখন এই অঙ্গ গুলো সঠিক ভাবে কাজ না কওে তখন রক্ত থেকে ডিটক্সিফিকেশন হয় না এবং শরীরে এর বিরুপ প্রভাব পড়ে।